Skip to content

বীরভূমের মহম্মদবাজার নাবালিকাকে ধর্ষণ - কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের!

নিজস্ব প্রতিবেদন: গত বছরের মার্চ মাসের ঘটনা, বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার। ভরসন্ধ্যেবেলা দোকানে বিস্কুট কিনে দেওয়ার নাম করে ১৫ বছরের এক নাবালিকাকে সবার অলক্ষ্যে পুকুরপাড়ে নিয়ে যায় প্রতিবেশী থমাস মুর্মু। আর তারপর, কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার তদন্তভার এসে পড়ে সাব-ইন্সপেক্টর তারকনাথ সেনগুপ্তের উপর। অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। শুরু হয় বিচারপর্ব। সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা ও স্পেশাল পকসো আদালত অভিযুক্ত থমাস মুর্মুকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।

Latest