নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটি এবং মুরারই থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতরা আজমল হোসেন এবং সাহেব আলি খান বলে জানিয়েছে এসটিএফ। দু'জনেই বীরভূমের বাসিন্দা। STF সূত্রে খবর, ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। JMB- র হয়ে মতাদর্শ প্রচার এবং সংগঠনের কাজের জন্য নতুন সদস্য রিক্রুটমেন্ট থেকে শুরু করে বেশ কিছু কাজের দায়িত্ব ছিল ধৃতদের উপরে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের নানাভাবে উদ্বুদ্ধ করে সংগঠনের কাজে যুক্ত করার কাজ চালাচ্ছিল দু’জনে। নতুন নতুন সদস্য নিয়োগ করে তাঁদের কাজে লাগিয়ে দেশ বিরোধী কাজ, এমনকি ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই ছিল মূল লক্ষ্য।দু'জনের মধ্যে আজমল বাংলাদেশে জেহাদি কাজের জন্য একবার যাওয়ার চেষ্টাও করে। এসটিএফ সূত্রে জানা যায়, এই উপমহাদেশের আরও বেশ কিছু জায়গায় তার পরিচিতি রয়েছে। দু'জনকেই রামপুরহাট আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে চাইবে এসটিএফ।