Skip to content

বিষ্ণুপুরের জঙ্গলের রাস্তায় পূর্ণবয়স্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশোল বিটের পচাডহরা এলাকায় বাঁকাদহ। ৩০শে অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়রাই খবর দেন, রাস্তায় একটি পূর্ণবয়স্ক লেপার্ডের মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই লেপার্ডটির দেহ উদ্ধার করেন।

বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহে চিতাবাঘের মৃত্যু

দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুরের পাঞ্চেত বনবিভাগে পাঠানো হয়। বনকর্মীরা জানান, লেপার্ডটির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। ইতিমধ্যেই মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বনদপ্তর। পূর্ণবয়স্ক এক লেপার্ডের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুরে। বৃহস্পতিবার গভীর রাতে বাঁকাদহ-জয়রামবাটি সড়ক থেকে ওই লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, বাঁকাদহ জয়রামবাটি রাস্তা পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে । কিন্তু কিভাবে এলো ওই চিতাবাঘ,চিন্তা বাড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে বনবিভাগের!

Latest