Skip to content

বিষ্ণুপুরের গোপালপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী!

1 min read

সেখ ওয়ারেশ আলী : বাঁকুড়া,বিষ্ণুপুরের গোপালপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। বালি বোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে অভিজিৎ নন্দী বয়স ৪৮,গুরুতর জখম হয়েছেন এক বাইক আরোহী। জানা গেছে, ভগৎ সিং মোড়ে চায়ের দোকান চালাতেন অভিজিৎবাবু। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাইকেল চালিয়ে গোপালপুরে নিজের বাড়ি ফিরছিলেন তিনি।

সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই লরিটি অভিজিৎবাবুর উপর উল্টে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। গোপালপুরে অভিজিতের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছাতেই শোকের ছায়া নেমে পড়ে।

Latest