Skip to content

কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি!

নিজস্ব সংবাদদাতা : সোমবার ভোট চলাকালীন বর্ধমানের রাজগঞ্জের বাজারে পৌঁছন দিলীপ। স্থানীয় বিধায়ক এবং তাঁর সহযোগীরা বিজেপি কর্মীদের প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি। যিনি হুমকি পেয়েছেন বলে অভিযোগ, তাঁর সঙ্গেই তিনি দেখা করতে যান দিলীপ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। দিলীপ জানান, মানুষ যাতে ভোট দিতে না যান, সেই জন্য ভয় দেখানো হচ্ছে।  সোমবার মিচকি হেসে দিলীপ ঘোষ জবাব দিলেন, ‘কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি। খেলাটা এবার দেখবেন, খেলা কেমন শেষ করি।ভোটের দিনেও তাই চিন্তামুক্ত কীর্তি আজাদ ৷ চিন্তা নেই, দিদি যা করেছেন বাংলার জন্য তাতে জয় নিশ্চিত ৷ ভোটের দিন ক্রিকেট খেলে এমনই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ 

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!