পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শনিবার প্রকাশিত হয়েছে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। এতেও জয় হয়েছে রাজ্যের শাসক দলের। রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বললেন, ' আমার নাম করে লিখে রাখুন, সাধারণ নির্বাচনে নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরায় এবং মাদারিহাট বিজেপি জিতবে। সিতাইয়ে ৪০ শতাংশ মুসলাম, ও সিট বিজেপি পাবে না। ৮০ শতাংশ মুসলমান বাস করেন হাড়োয়া, পাবে না'।রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সবুজ-ঝড়। ধরাশায়ী বিজেপি। এমনকী, একুশের বিধানসভা ভোটে জেতা মাদারিহাট আসনটিও হাতছাড়া হয়ে দিয়েছে গেরুয়াশিবিরের। শুভেন্দু বলেন, 'সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পরে ৬ মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল। এই উপনির্বাচনে গ্রামীণ এলাকায় পুলিসের লোকেরা, ভিলেজ পুলিস, সিভিক পুলিস ও ওসি-আইসিরা গিয়ে বলেছে সাগরদিঘি মডেল। আবাস যোজনা যে বাড়ির তালিকা, ওই বুথকে বাদ দেওয়া হবে'। তাঁর কথায়, 'উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না'।শনিবার ফল বেরনোর পর শুভেন্দু বলেছিলেন, 'বাংলায় উপনির্বাচনে ভোটই হয় না। তাই কোনও বিপর্যয় হয়নি! নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করতে হবে এবার থেকে। সবসময়ে রাস্তায় থাকতে হবে'।