নিজস্ব প্রতিবেদন : সামনে ২০২৬ বিধান সভা। এরই মধ্যে নতুন স্লোগানে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে বিরোধী দল। কিন্তু বিধানসভা ভোট না ধর্মযুদ্ধ? গেরুয়া শিবিরের প্রকাশ্যে হিন্দুত্বে হিন্দুত্বের লাইনে প্রচারাভিযান দেখে এমন কথায় বলছেন রাজনীতিরবিশেষজ্ঞরা। তাঁদের মতে এবার সোজাসুজি ধর্ম কে হাতিয়ার করেই ভোটের বৈতরিনী পার করতে চাইছে গেরুয়া শিবির। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের কয়েকটা জেলায় দেখা যাচ্ছে ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’,এই পোস্টার। এবার হুগলিতে হিন্দুদের জোট বেঁধে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করলেন বিজেপি নেতারা দেওয়াল লেখা হল। যদিও পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মত। পদ্ম ব্রিগেডের পোস্টার নিয়ে তীব্র কটাক্ষবাণ শানিয়েছে পাল্টা তৃণমূল পোস্টারে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা কর্তৃক প্রচারিত পোস্টারে লেখা ‘হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই!’ ‘হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই’, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নেই?’ শ্যামবাজার থেকে হাতিবাগান, সল্টলেকে চোখ রাখলেই দেখা যাচ্ছে । বিজেপির এই প্রচার অভিযানটিকে নিয়ে বিজেপিকে একহাত নিয়ে হুগলির তৃণমূল নেতা রঞ্জন ধারা বলেন, “ওরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে মানে না। ভারতের সংবিধানকে মানে না। তাঁদের মুখে এসব কথা শোনা স্বাভাবিক। তবে ধর্ম নিয়ে রাজনীতি বাংলার বুকে চলে না।”