Skip to content

সিদ্ধান্ত নিতে পারছে না আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে !

1 min read

নিজস্ব সংবাদদাতা : সিদ্ধান্ত নিতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অচলাবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ঘিরে। অমীমাংসিত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড শুরু থেকেই জানিয়েছিল, পাকিস্তানে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। কারণ হিসেবে নিরাপত্তার কথা তলে ধরা হয়েছিল। এরপর আইসিসির তরফ থেকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় পিসিবিকে। শেষ অবধি আইসিসির সঙ্গে বৈঠকের পর পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়। কিন্তু দেয় এক শর্তও।
পিসিবির শর্ত, তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি। তবে ২০৩১ সাল পর্যন্ত ভারতে আইসিসির যে চারটি প্রতিযোগিতা হওয়ার কথা, সেগুলিও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। উল্লেখ্য, ২০২৫ সালে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত। আর ২০৩১ সালে এক দিনের বিশ্বকাপ বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে আয়োজন করবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চাপে পড়ে যাওয়া পিসিবি মান বাঁচাতে ভারতের উপর পাল্টা শর্ত চাপানোর চেষ্টা করছে। তা আবার মানবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। যে কারণে এ বার বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপটে বিপদ বাড়ল পাকিস্তানের।

Latest