নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্র গবেষক ও জাতীয় শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী-র লেখা ‘গদ্য সংগ্রহ’ প্রথম খন্ডের আনুষ্ঠানিক প্রকাশ ঘটল। বিগত ২০ আগস্ট, ২০২৫ কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে বইটি প্রকাশ করলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত লেখক ও রবীন্দ্র গবেষক ডাঃ পূর্ণেন্দুবিকাশ সরকার।দীর্ঘ চল্লিশ বছর যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখেছেন প্রাবন্ধিক ড. বিবেকানন্দ চক্রবর্তী। রবীন্দ্রনাথের জীবন ও তাঁর বিপুল সৃষ্টিসম্ভার নিয়ে লেখা পঞ্চাশটি প্রবন্ধকে সংকলিত করে লিখেছেন তাঁর এই সংকলন গ্রন্থ ‘গদ্য সংগ্রহ-প্রথম খন্ড’।‘গদ্য সংগ্রহ, প্রথম খন্ড’ প্রকাশ অনুষ্ঠানে বাংলার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু যশস্বী মানুষ উপস্থিত ছিলেন।সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালী সংস্কৃতিকর্মী ডাঃ পার্থসারথী মুখোপাধ্যায়, বাসন্তীদেবী কলেজের অধ্যক্ষ ড. ইন্দ্রিলা গুহ, বাংলা অধ্যাপক ড. দেবযানী ভৌমিক (চক্রবর্তী), অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাস, প্রেসিডেন্ট- রোটারী ক্লাব (কসবা) ড. সুরেশ কুমার আগরওয়াল, লায়ন প্রেসিডেন্ট ড. পার্থসারথী চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যালো কলকাতা-র সম্পাদক, সাংবাদিক আশীষ বসাক।

এই সংকলন গ্রন্থে তাঁর লেখা প্রবন্ধগুলিতে তাঁর চিন্তা ও চেতনা, তাঁর বোধ ও বীক্ষা, তাঁর মনন ও সৃজন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। ড. বিবেকানন্দ চক্রবর্তী-র জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার (বর্তমানে পশ্চিম মেদিনীপুর) পুরুণীয়া গ্রামে ১৯৬৩ সালের ৫ মে। তিনি ইংরেজী সাহিত্যে সাম্মানিক স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট। সাম্মানিক ডি.লিট.ও পেয়েছেন। তাঁর গবেষণার ক্ষেত্র রবীন্দ্র সাহিত্য। এযাবৎ তাঁর লেখা বারোটি গ্রন্থ প্রকাশিত। পেয়েছেন আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক (২০১৩), ভারত নির্মাণ (২০১৩), বাংলার গৌরব স্বর্ণপদক (২০১৪) সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সত্তরটিরও বেশি পুরস্কার। ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রদ্ধেয় শ্রী প্রণব মুখার্জী ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর তাঁর হাতে তুলে দিয়েছেন ‘জাতীয় শিক্ষক’-এর সম্মাননা। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ‘শিক্ষারত্ন’ (২০২১) সম্মান। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সহ বিদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়ে প্রশংসিত হয়েছেন। সরকারী নিয়ম মেনে একটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষা ও সাহিত্য সাধনায় আজও তিনি সমানভাবে মগ্ন।