Skip to content

মুর্শিদাবাদের নিজামত কেল্লার হাওয়া মহলে অনুষ্ঠিত হল দে'জ পাবলিশিং এর গ্রন্থ প্রকাশ!

নিজস্ব সংবাদদাতা : ১৫ই জানুয়ারী বৃহস্পতিবার মুর্শিদাবাদের নিজামত কেল্লার হাওয়া মহলে অনুষ্ঠিত হল দে'জ পাবলিশিং এর গ্রন্থ প্রকাশ। এখানে প্রাচীন প্রাসাদোপম অট্টালিকা, ইমামবাড়া প্রভৃতি রয়েছে, চারিদিকে তার ইতিহাসের গন্ধ। "জাফরাগঞ্জ ও শূন্য সিংহাসনের পাঁচ রাত" নামক এই ঐতিহাসিক বইটি প্রকাশ করেন নবাব সৈয়দ মহম্মদ আব্বাস আলি মির্জা। উপস্থিত ছিলেন ছোটা নবাব সৈয়দ রেজা আলি মির্জা , সাখাওয়াত আলি মির্জা সহ মুর্শিদাবাদের নবাব পরিবারের সদস্যবৃন্দ ও মুর্শিদাবাদের বিশিষ্ট মানুষজন। উপস্থিত ছিলেন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত ও দে'জ পাবলিশিং এর পক্ষ থেকে উদ্দালক দে। মুর্শিদাবাদের নবাব পরিবারের পক্ষ থেকে তাঁদের দুজনকে নবাবী খেতাব প্রদান করা হয়।

Latest