Skip to content

গুজরাতে নদীতে ভেঙে পড়ল সেতু, হুড়মুড়িয়ে নীচে পড়ল একের পর এক গাড়ি! মৃত-১০,আহত....

ভদোদরায় গম্ভীরা সেতু ভেঙে বিপর্যয়।

আহত-নিহতদের প্রধানমন্ত্রী তহবিল থেকে দেওয়া হবে ক্ষতিপূরণ..............

নিজস্ব সংবাদদাতা: বছর ৩ আগে গুজরাতে মোরবীকাণ্ডের পর আবার সেতু বিপর্যয়। গুজরাতে ভাঙলো ৪০বছরের পুরনো সেতু। মধ্য গুজরাতের সঙ্গে সৌরাষ্ট্রের যোগাযোগের অন্যতম ভরসা গম্ভীরা সেতু। কিন্তু প্রশাসনের চোখে দীর্ঘদিন ধরে এই ব্রিজ অবহেলিত। শেষে বুধবার সকালে গুজরাতের ভাদোদরার পাদরা তালুকে গম্ভীরা-মুজপুরে মহিসাগর নদীতে ভেঙে পড়ল গম্ভীরা সেতু। ভয়াবহ এই দুর্ঘটনায় পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর মিলেছে। বরাত জোরে বেঁচে গিয়েছে কিছু মানুষ না হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারতো বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় স্থানীয়েরা প্রশাসন কেই সরাসরি দায়ী করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,"৪০ বছরের পুরনো সেতুটির দেখভাল ঠিক ভাবে করা হয়নি। প্রবল যানজট হত সেতুতে। যান চলাচলের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হচ্ছিল। কিন্তু একাধিক বার প্রশাসনকে জানিয়েও লাভের লাভ কিছু হয়নি।" সমাজমাধ্যমে আজকের দুর্ঘটনার ভয়ঙ্কর ছবি এবং ভিডিয়ো দেখা গিয়েছে। দেখা যায়, সেতুর একটি গোটা অংশ নদীতে ভেঙে পড়ে আছে। নদীর জলে পড়ে রয়েছে একের পর এক গাড়ি। একটি তেলের ট্যাঙ্কার সেতুর কোণে দাঁড়িয়ে কোনো মতে রক্ষা পেয়েছে। যদিও দুর্ঘটনাস্থল টি ঘিরে দিয়েছে পুলিশ। ক্রেন, ডুবুরি লাগানো হয়েছে উদ্ধারকাজ শুরু হয়েছে।

গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী হৃষীকেশ প্যাটেল বলেন, ‘‘গম্ভীরা সেতু তৈরি হয় ১৯৮৫ সালে। প্রয়োজন অনুযায়ী রক্ষণাবেক্ষণ হয়েছে। বিপর্যয়ের আসল কারণ খোঁজা হচ্ছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতু বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেছেন এবং মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেন, "মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে। আহতেরা পাবেন ৫০ হাজার করে টাকা।" যদিও ব্যাপারটি নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলছে, সারা দেশ জুড়ে যে গুজরাট মডেলের কথা তুলে ধরা হয় তা আসলে যে শুধু প্রচার ছাড়া আর কিছু নেই। এই সেতু বিপর্যয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

Latest