নিজস্ব সংবাদদাতা : প্রেমানন্দজী মহারাজের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ প্রভূত। সম্প্রতি বৃন্দাবনের সুপরিচিত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজ-এর স্বাস্থ্য নিয়ে ভক্ত মহলে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। তাঁর প্রাত্যহিক পদযাত্রা স্থগিত হওয়ার পর থেকেই এই উদ্বেগ আরও বাড়ে এবং তাঁর অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও তাঁর লক্ষ লক্ষ ভক্ত এবং অনুগামীদের জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সম্প্রতি তাঁর সিটি স্ক্যান করা হয়েছে, যা জানার পর থেকেই তাঁর ভক্তদের কাছে একটা উষ্মার বিষয় হয়েছিল৷ এবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। প্রেমানন্দজী মহারাজ একটি গুরুতর কিডনি রোগে ভুগছেন বহু বছর ধরেই তাঁর দুটি কিডনিই খারাপ হয়ে গেছে যার কারণে তাঁকে প্রতিদিনই ডায়ালিসিস করতে হয়।

বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে থাকাকালীন, তিনি ডায়ালিসিসের মধ্যে ছিলেন এবং তারঁ মুখ ও হাতের ফোলাভাব বেড়েছে৷ এর ফলে তাঁর গলার স্বরও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ভারত তথা বিদেশে থাকা তাঁর লাখ-লাখ ভক্ত প্রার্থনা করছেন৷ একাধিক ব্যক্তি তাঁকে নিজের কিডনি দান করার প্রস্তাব দিয়েছেন৷ মধ্যপ্রদেশের বেতুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির। বৃন্দাবনের বিখ্যাত সাধক প্রেমানন্দ মহারাজের সুস্থতার জন্য দোয়া চাইলেন মুসলিমরা। মহারাজের দ্রুত আরোগ্য কামনা করে মুসলিম যুবকরা পহলওয়ান বাবার মাজারে গিয়ে চাদর চড়ালেন।