Skip to content

পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ!

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের হেফাজত থেকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পক্ষ থেকেও ছেড়ে দেওয়া হল পাকিস্তানি রেঞ্জার্স-এর এক সদস্যকে। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি ভারতের হেফাজতে ছিলেন। বুধবার পঞ্জাবের অমৃতসরের কাছে অবস্থিত আটারি-ওয়াঘা সীমান্তে এই পারস্পরিক বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়।সূত্রের খবর, রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে ওই পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটক করেছিল বিএসএফ। সীমান্ত পেরিয়ে সন্দেহজনক গতিবিধির কারণে তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে জানা যায়।

Image
No alternative text description for this image

Latest