Skip to content

পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে বড় ঘোষণা!

1 min read

নিজস্ব সংবাদদাতা: রাজ্য বাজেটে ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব। চার শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার।নিউ টাউনের সিলিকন ভ্যালিতে ৭৫,০০০ কর্মসংস্থান হবে। লেদার কমপ্লেক্সে লাখ-লাখ কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।বাংলার বাড়ি প্রকল্পে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামিদিনে ১৬ লাখ পরিবার সেই সুবিধা পাবেন। বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায় চলেছে, তাতে ৭,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়।ধান কেনার জন্য রাজ্যে নয়া প্রোকিয়োরমেন্ট সেন্টারের ঘোষণা করা হল। সেজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবার ৩৫০ টি সুফল বাংলা স্টল তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হল।শিক্ষাখাতে বড় অঙ্কের বরাদ্দ করা হল। স্কুলশিক্ষা দফতরকে ৪১,১৫৩.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর উচ্চশিক্ষা জফতরের জন্য বরাদ্দের অঙ্কটা হল ৬,৫৯৩.৫৮ কোটি টাকা। ঐক্যশ্রী, সবুজসাথী, শিক্ষাশ্রীর খরচের খতিয়ান দেওয়া হল।৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে। সেজন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।গঙ্গাসাগর সেতু তৈরি করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। ইতিমধ্যে গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। প্রায় ১৩ একর জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে বরাদ্দ করা হল। ৭০,০০০ আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে।লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল না! অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসিক ১,০০০ টাকা পাবেন। আর তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মহিলারা ১,২০০ টাকা পাবেন মাসে। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ৪৬৬.২৬ কোটি টাকা বরাদ্দ করা হল। পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য বরাদ্দ করা হল ৭৫৬.৮ কোটি টাকা। নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।

কী কী ঘোষণা ::
> সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধি ।
> ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ ।
> ৪৪ হাজার কোটি টাকা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতে ।
>পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য ১৫০০ কোটি বরাদ্দ ।
>ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হল ৫০০ কোটি।
>বিদ্যালয় শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা ।
>স্বাস্থ্যে বরাদ্দ ২১ হাজার ৩৫৫ কোটি টাকা ।
>৭০ হাজার আশা কর্মীকে স্মার্ট ফোন দেবে রাজ্য সরকার ।
>'নদী বন্ধন' নামে নতুন প্রকল্প, বরাদ্দ ২০০ কোটি।
>গঙ্গাসাগরে সেতু তৈরি করতে ৫০০ কোটি ।
>৩৫০টি সুফল বাংলার নতুন স্টল ।
>ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে ২০০ কোটি টাকায় ।

Latest