Skip to content

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ চলবে সন্ধে ৬টা পর্যন্ত ৷ ভোটের ফলাফল মিলবে ২৩ নভেম্বর ৷ বাংলার যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেগুলি হল- আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি ৷ মাদারিহাট ছাড়া বাকি 5টি আসনই তৃণমূলের দখলে ৷ মাদারিহাট দখলে রয়েছে গেরুয়া শিবিরের ৷ বেলা ১১টা পর্যন্ত ৬ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩০.০৩ শতাংশ ৷ এর মধ্যে সিতাইয়ে ২৯ শতাংশ, মাদারিহাটে ৩১.৮৬ শতাংশ, নৈহাটিতে ২৫.১৭ শতাংশ, হাড়োয়া ৩১.২০ শতাংশ, মেদিনীপুরে ৩০.২৫ শতাংশ ও তালডাংরায় ৩২ শতাংশ ৷

Latest

বর্ষার পূর্বে কেলেঘাই নদী ও সোয়াদিঘী সহ বিভিন্ন নিকাশী খাল সংস্কারের গতিবৃদ্ধি এবং ভেঙে যাওয়া কাঁসাইয়ের নদীবাঁধ শক্তপোক্তভাবে নির্মাণের দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন!