Skip to content

খড়গপরে গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো পূর্ব ভারতের বৃহত্তম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা!

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ১লা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত সিবিএসসি ফর-ইস্ট চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো খড়্গপুরে। খড়্গপুরে অবস্থিত গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।সিবিএসসি অনুমোদিত পশ্চিমবঙ্গ শহ আশেপাশের বেশ কয়েকটি রাজ্যের প্রায় ৭১টি স্কুল ৩৪০ জন অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।মূলত তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়. অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়সের ছাত্র-ছাত্রীদের নিয়ে।তিন দিন ধরে মোট পাঁচটি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

খড়্গপুরে সর্বশেষে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের অনূর্ধ্ব ১৪ শ্রেণীর ছাত্ররা চ্যাম্পিয়ন হয়।দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের অনূর্ধ্ব ১৪ শ্রেণীর চার খুদে পড়ুয়া তাদের উল্লেখযোগ্য খেলার ছোঁকে ছিনিয়ে নেয় এ বছরের সিবিএসসি ফর-ইস্ট চ্যাম্পিয়নশিপ এর ট্রফি।সাগ্নিক কর্মকারকে অনূর্ধ্ব ১৪ শ্রেণীর বোর্ড পুরস্কার ও অনূর্ধ্ব ১৯ শ্রেণীর বোর্ড পুরস্কার পায় সৃজন মন্ডল. এই দুইজনই দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র।সিবিএসসি ফর-ইস্ট চ্যাম্পিয়ন অনূর্ধ্ব ১৪ শ্রেণীতে যে চারজন দাবা খেলোয়াড় হয়েছেন তারা হলেন আংশ দাস , সাগ্নিক কর্মকার, আহান পারভিন, ওমনিল কুমার সিংহ | সিবিএসসি ফার-ইস্ট চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৯ শ্রেণীতে দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের ছাত্ররা তৃতীয় স্থান অধিকার করে।

Latest