পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম সহ স্টেট সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা। ঘুরে দেখলেন বিধান ব্লক সহ অন্যান্য ওয়ার্ডগুলো, সিসি টিভি কন্ট্রোল রুম ও ক্যাথল্যাব। ক্যাথল্যাব নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এর আগে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক করেন স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা।মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে একাধিক দাবি তোলা হয় বৈঠকে। সেগুলি নিয়েও আলোচনা করেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম। সব মিলিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ন স্বরুপ নিগম। এইদিন বিকেল সাড়ে চার টায় অডিট কমিটির সকলেই সঙ্গে ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পরিদর্শন করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল।পরিদর্শনের পর নারায়ন স্বরুপ নিগম জানান, ক্যাথ ল্যাব সহ হাসপতালের অন্যান্য পরিষেবা ভালোই চলছে অনেক পজিটিভ কাজ হয়েছে, সেগুলো আমরা রিভিউ করেছি। এছাড়াও অনেক পজিটিভ সাজিশন এসেছে, সেগুলোকে আগামী সময়ে আমরা ইমপ্রুভমেন্ট করবো। আজ মেদিনীপুর ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ নিয়ে আলোচনা হয়েছে।