Skip to content

শিশুদের জন্য শিশুবান্ধব আইনি পরিষেবা এবং তাদের সুরক্ষা ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শিশুদের জন্য শিশুবান্ধব আইনি পরিষেবা (Child friendly legal services for children) নিয়ে ওরিয়েন্টেশন ট্রেনিং DLSA দপ্তরে।Child friendly legal services for children নিয়ে একটি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো এদিন district legal services authority দপ্তরে। মূলত ১৮ বছরে কম বয়সী শিশুদের কিভাবে আইনি সুবিধা দেওয়া যায় তাই নিয়েই এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন ক্ষেত্রে ১৮ বছরের নিচে শিশুরা কোন ভাবে কোর্টে বা থানায় নিয়ে আসা হলে যাতে সব রকম আইনি পরিষেবা তাদের দেওয়া যায় সে নিয়ে বিস্তর আলোচনা করেন বিশিষ্ট বক্তারা। এই প্রশিক্ষণ শিবির দুদিন চলবে বলে জানান। এই প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য ছিল শিশু-বান্ধব আইনি পরিষেবা এবং শিশুদের সুরক্ষা করা লক্ষ্য একটি পুষ্টিকর পরিবেশ প্রদান করা যেখানে শিশুরা একটি সহায়ক এবং বোঝাপড়া পদ্ধতিতে আইনি সহায়তা এবং সুরক্ষা পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারে।আইনি সহায়তা প্রদানের পাশাপাশি, এই স্কিমটি শিশুদের তাদের অধিকার, দায়িত্ব এবং আইনি ব্যবস্থা সম্পর্কে শিক্ষিত করার উপর জোর দেয় যাতে তারা তাদের সম্মুখীন হতে পারে এমন যেকোনো ধরনের অন্যায় বা শোষণের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা দেয়।এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক সঞ্জয় কুমার দাস,DLSA সচিব সাহিদ পারভেজ,চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(পশ্চিম মেদিনীপুর)তনুশ্রী দত্ত,অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জলি সিনহা, সিভিল কোর্ট রেজিস্টার অর্পিতা ঘোষ,ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার সন্দীপ দাস,চাইল্ড ওয়েলফেয়ার চেয়ারপারসন রেখা হুই সহ অন্যান্যরা।

Latest