Skip to content

স্বেচ্ছাসেবী ইচ্ছে ডানার সংস্থা উদ্যোগে শারদ উৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি!

1 min read

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: আরমাত্র কয়েকদিন পরই মাতবে দূর্গোৎসবের আনন্দে। পূজো মানেই সনাতনীদের মধ্যে নতুন কাপড় পরা, খাওয়া দাওয়া, পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ধুম। কিন্তু এখনো অনেক দুঃস্থ পরিবার রয়েছেন যাদের পক্ষে অর্থের অভাবে পুজোর নতুন কাপড় কেনা সম্ভব হয়ে উঠেনা। আর সেইসব দুঃস্থ মানুষের পাশেই প্রতিবছর দাঁড়ান মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী ইচ্ছে ডানার সংস্থা ।প্রায় ১০০ জন স্থানীয় ছোট ছোট সুবিধা বঞ্চিত শিশুদের এবং মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হয়। প্রতিষ্ঠানের সদস্য সদস্যরা সমাজের প্রতি দায়বদ্ধতা নেশা মুক্তির ব্যাপারে সচেতনতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ে আলোচনার মাধ্যমে শিশুদের মায়েদের সচেতন করেন। আলোচনার শেষে নূতন বস্ত্র তুলে দেওয়া হয় সকলকে। এই ইচ্ছে ডানা সংস্থাটি বিভিন্নভাবে ,বিভিন্ন আঙ্গিকে সমাজের সেবামূলক কাজে বিভিন্ন ভাবে এগিয়ে এসেছে। স্বেচ্ছাসেবী ইচ্ছে ডানার সংস্থার হাত থেকে পুজোর উপহার স্বরূপ নতুন কাপড় পেয়ে খুশি সাধারন মানুষ।

Latest