Skip to content

মেদিনীপুর শহরে দুপুরে আসছেন মুখ্যমন্ত্রী!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ সোমবার পশ্চিম মেদিনীপুরের বিধাননগর দুপুরে আসছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সূত্রে জানা গেছে! তারপর মঙ্গলবার মেদিনীপুর শহরে কলেজ-কলেজিয়েট স্কুল মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। সব ঠিক থাকলে মেদিনীপুরের ওই সভা থেকে এক হাজারেরও বেশি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। সাড়ে তিনশোর বেশি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন তিনি।জানা যাচ্ছে, একগুচ্ছ রাস্তার (পথশ্রী), একগুচ্ছ জল সরবরাহ প্রকল্পের (জলস্বপ্ন) শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রকল্পটি হল, ঘাটালের আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ। অন্যদিকে, কয়েকটি স্কুল হস্টেলের উদ্বোধন হতে পারে। মেদিনীপুরে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে এমকেডিএ। এটির উদ্বোধন হতে পারে। দাঁতনের এসিজেএম কোর্ট ভবনের উদ্বোধন হতে পারে। এটি তৈরিতে খরচ হয়েছে ৫ কোটি ৮৩ লক্ষ টাকা। সবংয়ের রুইনানের মাদুর হাবের, পিংলার ডাংরার সেতুর (কপালেশ্বরী নদীর উপর) উদ্বোধন হতে পারে। খড়্গপুর-১ এর দেওয়ানমারো, চন্দ্রকোনা- ১ এর খরকপুর, চন্দ্রকোনা-২ এর সীতানগর প্রভৃতি সুস্বাস্থ্য কেন্দ্রেরও উদ্বোধন হওয়ার কথা। একাধিক আদিবাসী সাংস্কৃতিক দলকে ধামসা-মাদল উপহার দেওয়ারও কথা মুখ্যমন্ত্রীর।

Latest