নিজস্ব সংবাদদাতা : কারও চাকরি খাওয়া কিংবা বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। প্রত্যেকটা পুরসভা একই সিস্টেমে বলবে। নবান্নে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার জোনের জন্য বাড়ি তৈরির কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী তিন মাসের মধ্যে বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছেন। তিনি বলেন, একটা করে হকার চারটে করে ডালা বসাচ্ছে। এটা করা চলবে না। একজন হকার একটিই জায়গা পাবেন। পুলিশ ও হকার নেতারা হকারদের থেকে টাকা তুলবেন না বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভাবছে মাসে মাসে টাকা দিলাম, আর ডালা নিয়ে বসলাম, তা হবে না। প্রথমে বসালেন, তারপর বুলডোজার দিয়ে তুলে দিলেন তা হবে না। নেতা-পুলিশদের কাছে লোভ সংবরণের আহ্বান জানিয়েছেন তিনি।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেমন জায়গায় দৌরাত্ম বাড়বে, সেই জায়গার কাউন্সিলরকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, শিলিগুড়িতে এক নেতাকে সরকারি জমি বিক্রির অভিযোগে গ্রেফতার করিয়ে দিয়েছেন। ভবিষ্যতে এই ধরনের কাজ করলে আরও এমন পরিস্থিতি তৈরি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বেআইনি কোন কাজ হলে ডিএম-এসপি কাউকে ছাড়া হবে না, বলেছেন মুখ্যমন্ত্রী। যতবড় নেতা হোক কাউকেই ছাড়া হবে না, বলেছেন মুখ্যমন্ত্রী।