নিজস্ব সংবাদদাতা: বুধবার বাংলা ভাষা ও বাঙ্গালীদের অপমানের বিরুদ্ধে ঝাড়গ্রাম শহরে তিন কিলোমিটার ভাষা আন্দোলনের পদ যাত্রার শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক সভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"এই পদযাত্রায় ‘বাংলা ভাষার সম্মান রক্ষা করো’, ‘বাংলা আমাদের গর্ব’ সহ একাধিক স্লোগান দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে ও তাঁর অনুগামীদের। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও এই মিছিলে অংশ নেয়।

হাতে হাতে বাংলা ভাষার পক্ষে লেখা প্ল্যাকার্ড, দলীয় পতাকা ও তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয় গোটা শহর।বাম আমলে আগে ভয় কেউ ঝাড়গ্রামে আসতো না", নাম না করে কার্যত বিরোধীদের করা বার্তা দেন মমতা। মঞ্চে উঠেই প্রথমে ঝাড়গ্রাম জেলার আদিবাসীদের প্রতি প্রণাম নিবেদন করেন তিনি। মুখ্যমন্ত্রী ওই সভা মঞ্চ থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি আরও বলেন, “বাঙালিদের পরিচয় লুকিয়ে রাখা যাবে না। আমাদের ভাষা, সংস্কৃতি, পরিচয়—এসব আমাদের অহংকার। তাই আজ থেকে এই আন্দোলন শুরু হল জঙ্গলমহল থেকে। একে একে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গেও হবে এই ভাষা পদযাত্রা।