Skip to content

উত্তরপ্রদেশে লজ্জার ঘটনা! রাস্তায় দীর্ঘ জ্যাম- কারণ জানতে গেলে ডিউটিতে যোগ দিতে যাওয়া সেনা জওয়ানকে পোলে বেঁধে বেধড়ক মারধর! টোলকর্মীদের....

উত্তরপ্রদেশে টোল বুথে সেনা জওয়ানকে মারধর।

নিজস্ব সংবাদদাতা : যে জওয়ানরা দেশের জন্য প্রাণ দেয়, সেরকম এক সেনা জওয়ানকে (ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্টের সদস্য) টোল বুথে সামান্য কারণ জানতে গেলে বচসা নিয়ে পোলে বেঁধে রেখে, বেধড়ক মারধর করা হয়। দেশরক্ষার ডাকে সাড়া দিতে যাচ্ছিলেন এক সেনা জওয়ান। অথচ মাঝপথেই টোলপ্লাজার কর্মীদের হাতে অমানবিক নির্যাতনের শিকার হতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। আক্রান্ত ওই জওয়ানের নাম কপিল কাভাদ। উল্লেখ্য, শ্রীনগরে পোস্টিং রাজপুত রেজিমেন্টের সেনা জওয়ান ছুটিতে বাড়ি এসেছিলেন। দেশরক্ষার ডাকে ডিউটিতে যোগ দেওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। এরই মধ্যে উত্তর প্রদেশের মিরাটের ভুনি টোল বুথে দীর্ঘ জ্যামে আটকে পড়েন। ফলত দেরি হলে ফ্লাইট মিস হয়ে যাবে এই ভেবে গাড়ি থেকে নেমে টোল বুথের কর্মীদের সঙ্গে কথা বলতে যান ওই সেনা জওয়ান। দীর্ঘ জ্যামের কারণ জানতে গেলে শুরু হয় বচসা। তারই মধ্যে ৫ জন কর্মী মিলে সেনা জওয়ানকে পোলে বেঁধে রেখে, বেধড়ক মারধর করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই সেনা জওয়ানকে একটি পোস্টে হাত মুড়িয়ে দাঁড় করে রাখা। পিছন থেকে একজন হাত আটকে রেখেছেন, বাকিরা মারধর করছেন লাঠি দিয়ে। দেশের সেনা জওয়ানের উপর এমন নির্যাতন প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বইছে সর্বত্র।

0:00
/0:24

Latest