Skip to content

দেড় বছর পরে তিহাড় জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল!

1 min read

বীরভূম, নিজস্ব সংবাদদাতা : অবশেষে দেড় বছর পরে তিহাড় জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। এদিন বাবাকে নিতে আসতে দেখা গেল তাঁর কন্যাকে। শোনা গিয়েছিল জেলে প্রায় ৩০ কেজি ওজন কমে গিয়েছে । উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে। যদিও গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। মূলত গরু পাচার মামলায় প্রথমে আসানসোল সংশোধনাগারে পরে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। কেষ্ট এর আগে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এবার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। অনুব্রত মন্ডলের আইনজীবী সওয়াল করার সময় জানান, গরু পাচার মামলায় অন্য অভিযুক্তেরা ছাড়া পেলেও তাঁর মক্কেলকে আটকে রাখা হচ্ছে।

Latest