Skip to content

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দিল্লি,স্টেশনেও বাড়তি নজরদারি!

সেখ ওয়ারেশ আলী : ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দিল্লি । সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর শোনা গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

প্রাথমিকভাবে অনুমান, রাজধানীতে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। রাজ্যের গুরুত্বপূর্ণ শহর ও বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

একই সঙ্গে দক্ষিণ–পূর্ব রেল কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এই পরিস্থিতিতে তৎপর হয়েছে খড়গপুর রেলওয়ে ডিভিশনের খড়গপুর-মেদিনীপুর স্টেশন প্রশাসন। সোমবার রাত থেকেই রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং জিআরপি-র যৌথ উদ্যোগে স্টেশনে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। যাত্রীদের লাগেজ, থেকে প্ল্যাটফর্মে থাকা ব্যাগপত্র, এমনকি স্টেশন চত্বরে পার্ক করা গাড়ি গুলিতেও চলে কড়া নজরদারি।

এই পরিস্থিতিতে তৎপর হয়েছে খড়গপুর রেলওয়ে ডিভিশনের খড়গপুর-মেদিনীপুর স্টেশন প্রশাসন। সোমবার রাত থেকেই রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং জিআরপি-র যৌথ উদ্যোগে স্টেশনে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। যাত্রীদের লাগেজ, থেকে প্ল্যাটফর্মে থাকা ব্যাগপত্র, এমনকি স্টেশন চত্বরে পার্ক করা গাড়ি গুলিতেও চলে কড়া নজরদারি।

নিরাপত্তা বাড়াতে ব্যবহৃত হয় মেটাল ডিটেক্টর ও বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র।রেল পুলিশের তরফে জানানো হয়েছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান শুরু হয়েছে এবং এই তল্লাশি দফায় দফায় চলবে। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

Latest