নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ ওড়িশা সফরকালে মাননীয় রেলমন্ত্রী ওড়িশা রিপোর্টার নামে একটি নিউজ চ্যানেলে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে বহু প্রতীক্ষিত দীঘা জলেশ্বর প্রকল্পের দীঘা চন্দনেশ্বর পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন এলাকার জমি পাওয়া যাচ্ছে না তাই প্রকল্পটির জলেশ্বর থেকে চন্দনেশ্বর পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। জলেশ্বর চন্দনেশ্বর অংশ ওড়িশা সরকার এর এলাকায় । এই অংশের জন্য জমির ব্যবস্থা ওড়িশা সরকার করেছে।এরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গত ২০২৪ সালের ২১ শে নভেম্বর পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন করে । দীঘা জলেশ্বর প্রকল্পটি যাতে দ্রুত বাস্তবায়িত হয় সেজন্য চন্দনেশ্বর থেকে দীঘা অংশের জমি রেল কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হোক।রাজ্য সরকারের পক্ষ থেকে কোনরকম সদুত্তর পাওয়া যায়নি কেবলমাত্র হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতি অ্যাসোসিয়েশনের সঙ্গে ফোনে যোগাযোগ করে কি কারনে এই আবেদন করা হয়েছে সেটাই শুধু জানতে চেয়েছেন।এসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে লেখা আবেদনপত্রের কপি ভারতের রেলমন্ত্রী কে ফরওয়ার্ড করা হয়েছিল। তার ই ভিত্তিতে রেল বোর্ডের নির্দেশে গত বুধবার ৯ই এপ্রিল ২০২৫দক্ষিণ পূর্ব রেলের ডেপুটি চিপ অপারেশন ম্যানেজার এবং গত ১১ই এপ্রিল২০২৫দক্ষিণ পূর্ব রেলের হেডকোয়ার্টার থেকে চিফ ইঞ্জিনিয়ার প্রত্যেকেই চিঠির মাধ্যমে জানানো হয়। চিঠিতে জানিয়েছেন যে দীঘা জলেশ্বর প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে দীঘা চন্দনেশ্বর পর্যন্ত এলাকার জমি রাজ্য সরকারকে আবেদন করার পরেও রেলের হাতে হস্তান্তর করার জন্য কোন উদ্যোগ নেয়নি।এমন অবস্থাতে ওড়িশা সরকার রেলমন্ত্রকের কাছে আবেদন করে যে ওড়িশা রাজ্যের মধ্যে যে এলাকা দিয়ে এই প্রকল্পটি যাবে তারা এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি রেলের হাতে তুলে দিতে প্রস্তুত । তাই সেই অংশের কাজ যেন শুরু করা হয়। ওড়িশা সরকার এর আবেদন কে মান্যতা দিয়ে এই প্রকল্পটিকে আপাতত জলেশ্বর থেকেই চন্দনেশ্বর পর্যন্ত কাজ শুরু করার ছাড়পত্র দিয়েছে রেলমন্ত্রক। বাকি চন্দনেশ্বর থেকে দীঘা পর্যন্ত জমি না পাওয়া যাওয়ায় আপাতত এই প্রকল্পের চন্দনেশ্বর থেকে দীঘা অংশের কাজ স্থগিত রাখা হয়েছে। এরই পাশাপাশি নন্দকুমার থেকে বলাইপণ্ডা প্রস্তাবিত নতুন রেললাইন যেটি ২০১২ সালের ২৯ জুন অনুমোদন হয়েছিল সেই প্রকল্পটিও একই কারণে জমির অভাবে আপাতত স্থগিত রাখা হয়েছে বলে রেল মন্ত্রকের দক্ষিণ পূর্ব রেলের হেডকোয়ার্টার থেকে দুই আধিকারিক দুইটি চিঠির মাধ্যমে জানিয়েছেন। এরকম পরিস্থিতিতে পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আবার একবার দীঘা জলেশ্বর অংশের দীঘা থেকে চন্দনেশ্বর ৭ কিমি এবং নন্দকুমার বলাইপন্ডা ২৭ কিমি এই দুটি প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে গত বুধবার ৩০শে এপ্রিল একটি আবেদনের মাধ্যমে রেল কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করার অনুরোধ করেছেন। এখানে উল্লেখ থাকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই দিনটি দীঘায় সরকারি অর্থে নির্মিত দীঘায় অবস্থিত জগন্নাথ দেব সংস্কৃতি্ চর্চা কেন্দ্রের দ্বার উদঘাটন করেছিলেন সেই দিনেই মুখ্যমন্ত্রীকে এই দুটি প্রকল্পের জন্য দ্রুত জমির ব্যবস্থা করার জন্য দ্বিতীয়বার আবেদন জানিয়েছেন অ্যাসোসিয়েশনের থেকে।



