Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে খড়্গপুর শহরের প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পরিষেবার সূচনা হল!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে খড়্গপুর শহরের মালঞ্চর আর্য বিদ্যাপীঠ-২ প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পরিষেবার সূচনা হল।এই পরিষেবার মাধ্যমে পড়ুয়াদের ডিজিটাল উপস্থিতির পাশাপাশি পঠনপাঠনের নানা দিক ডিজিটাল উপায়ে সম্পাদন করতে পারবেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলে পড়ুয়ারা ঢুকলেই অভিভাবকদের নিশ্চিন্ত করতে যেমন এসএমএস পৌঁছবে। তেমনই স্কুল ছুটি হলেও অভিভাবকরা পাবেন এসএমএস। এ ছাড়াও পড়ুয়ারা অভিযোগ থাকলে নির্দিষ্ট দিনের পরে অভিভাবকদের কাছে যাবে ফোন। তাতে অভিভাবকদের কাছে সমস্যার কথা জানতে চাওয়া হবে। এমনকি তা নথিভুক্ত থাকবে ওই ডিজিটাল ব্যবস্থার মোবাইল অ্যাপে মধ্যে।মোবাইল অ্যাপ নাম দেওয়া হয়েছে ‘কিডসভার্সিটি’। এমনকি স্কুলে কী বিষয়ে পড়ানো হচ্ছে, বাড়িতে কী পড়তে হবে-সহ পঠনপাঠনের খুঁটিনাটি অভিভাবকরা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন বলে জানা গিয়েছে।উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও,বিডিও সৌমেন দাস, অবর বিদ্যালয় পরিদর্শক রজতকুমার পাল,স্কুল কর্তৃপক্ষ প্রমুখ।

Latest