নিজস্ব সংবাদদাতা : দিলীপ ঘোষকে নিয়ে ঘরে-বাইরে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বঙ্গ বিজেপির। কিন্তু কোনো কথা কান না দিয়ে দিলীপ ঘোষ সোমবার সকাল সকাল মুর্শিদাবাদ এবং মালদা হিন্দু নির্যাতনের ঘটনার দাঙ্গা নিয়ে নিন্দা করেন, আর বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমস্ত প্রমাণ মুছে ফেলবেন এবং সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না। তার আরও আগেই সেখানে যাওয়া উচিত ছিল। কেন তিনি যাননি? তিনি ইমামদের সাথে সভা করছিলেন এবং তাদের সম্মান জানাচ্ছিলেন। তিনি মন্দির উদ্বোধনে ব্যস্ত ছিলেন কিন্তু মুর্শিদাবাদ এবং মালদায় যারা নির্যাতনের শিকার হচ্ছিলেন তাদের সম্পর্কে তিনি কিছুই বলেননি।
#WATCH | Kolkata: On WB CM Mamata Banerjee visiting Murshidabad, BJP leader Dilip Ghosh says, "...She will erase all the evidence and nothing will be left there...She should have gone there earlier. Why didn't she go? She was holding meetings with Imams and honouring them. She… pic.twitter.com/YNiGh3SW9M
— ANI (@ANI) May 5, 2025