Skip to content

ছিলেন বিধায়ক এমনকি সাংসদও, তিনিই কি উপনির্বাচনে প্রার্থী হতে রাজি হবেন ? জল্পনা পদ্ম শিবিরে!

1 min read

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: সামনেই উপনির্বাচন তাই বিভিন্ন দল ঠিক করতে নেমেছে তাদের প্র্রার্থী। কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন নাম। এদিকে জল্পনা রয়েছে বিজেপি থেকে নাকি উঠে আসছে দিলীপ ঘোষের নাম। উপনির্বাচনে কি পদ্মের প্রার্থী হতে পারেন? ২০২৪ মেদিনীপুর লোকসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক থেকে সাংসদে যান তৃণমূলের জুন মালিয়া। আর তাতেই মেদিনীপুর বিধানসভা আসনে উপনির্বাচন। ২০১৯ সালে লোকসভা ভোটে যে আসনে দিলীপ ঘোষ প্রায় ৮৯ হাজার ভোটে জিতেছিলেন, সেটিতেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল হারেন ২৭ হাজারের বেশি ভোটে। এদিকে বিজেপির নেতা দিলীপ ঘোষ জানিয়েছিলেন,দল গুরুত্ব না দিলে রাজনীতিকে ‘টা টা বাই বাই’ বলে দেবেন। সেই হুঁশিয়ারির পরে দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেলেও দলে সে ভাবে কোনও বাড়তি গুরুত্ব পাননি। তাঁর ঘনিষ্ঠেরা বলছেন, যেখানে বিধায়ক, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহ-সভাপতি, সাংসদ ছিলেন সেখানে উপনির্বাচনে বিধায়ক হওয়ার লড়াইকে রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়া। সেই দিক দিয়ে উপনির্বাচনে লড়াইয়ের কোনও প্রশ্নই নেই। এমনকি ঘনিষ্ঠদের এও দাবি মেদিনীপুর জেলার যে নেতারা তাঁকে প্রার্থী পেতে চান তাঁদের ‘না’ বলে দিয়েছেন। দল চাইলে প্রচারে গিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কাজ গুলিও করবেন। তবে প্রার্থী হবেন না। অন্যদিকে, মেদিনীপুর জেলার বিজেপির পক্ষ জানা গিয়েছে দিলীপ ঘোষের নাম রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে। তারই সাথে সাথে এটাও জানা গিয়েছে যে, মেদিনীপুরের উপনির্বাচনে পদ্ম শিবিরে প্রার্থী করার ব্যাপারে রাজ্যের কোনও নেতা প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে এখনও পর্যন্ত কথাও বলেননি। আসলে তিনি আদৌ রাজি হবেন কি না তা নিয়েই রয়েছে প্রশ্ন।

Latest