Skip to content

ট্রাম্পের আর্থিক ব্ল্যাকমেল, ভারতের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক!

রাশিয়া থেকে তেল কেনার শাস্তি .......রাশিয়া বলছে এক প্রকার হুমকি....

নিজস্ব সংবাদদাতা: একটি সার্বভৌম কোনও দেশের স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার থাকলেও। বুধবার হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। অর্থাৎ ২৫ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হল মার্কিন শুল্ক। এবার থেকে ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি করতে গেলে এই পরিমাণ বাড়তি শুল্ক দিতে হবে। মূলত, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। ট্রাম্পের নতুন নির্দেশিকায় বলা হয়েছে,"প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতে বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। ২১ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্কহার।" বিষয়টি নিয়ে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমরা (ট্রাম্পের) অনেক বিবৃতির কথাই শুনছি, যেগুলি আসলে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। আমরা এই বিবৃতিগুলিকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছি না।” একই সঙ্গে তাঁর সংযোজন,“আমরা বিশ্বাস করি যে কোনও সার্বভৌম দেশের স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। নির্দিষ্ট কোনও দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক এবং অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে।” অতিরিক্ত শুল্ক ঘোষণার পর বিরোধী নেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন,‘৫০ শতাংশ শুল্ক চাপানোটা ট্রাম্পের আর্থিক ব্ল্যাকমেল। অনৈতিক উপায়ে ভারতকে খাটো করার চেষ্টা। নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে দেশবাসীর স্বার্থ যেন চাপা পড়ে না যায়, সেটা দেখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।’ তৃণমূল নেতা ডেরেক এক্স হ্যান্ডেলে বলেন, ‘২৫+২৫=৫০। ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপালেন, এবার ৫৬ ইঞ্চি কী বলবেন? এখন আমরা বুঝতে পারছি, মোদি ও তাঁর ভঙ্গুর জোট কেন সংসদ অচল করে রাখছে। এর পরই যুক্তিহীন এই বিষয়টি নিয়ে নিন্দা করে ভারতীয় বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে। জানান, আরও বহু দেশ রাশিয়া থেকে তেল আমদানি করছে কিন্তু ভারতের উপরেই বৈষম্যমূলকভাবে শাস্তি চাপানো হচ্ছে। যদিও এর জেরে বড়সড় ধাক্কা খেতে চলেছে যন্ত্রাংশ, বস্ত্র এবং বৈদ্যুতিন জিনিসের রপ্তানিতে এই আশা করছেন বিশেষজ্ঞরা।

Latest