কৌস্তভ মজুমদার : রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা, ডুবল রাস্তা, ব্যাহত ট্রেন-মেট্রো চলাচল।

রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতার বড়বাজার, ভবানীপুর, সল্টলেক এবং লাগোয়া এলাকা বানভাসি চেহারা নিয়েছে। মানিকতলা থেকে মুদিয়ালি, সর্বত্র কোমর জল। ডুবে গিয়েছে রাস্তা-ঘাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো জলের তলায়।

লাইনে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন, মেট্রো চলাচল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরবাসী মনে করতে পারছেন না, প্রতি বর্ষায় কম বেশি জলযন্ত্রণা হলেও, শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে শহর।

তবে পুজোর মুখেই যেভাবে ভাসছে গোটা শহর, চিন্তা বাড়ল কয়েকগুণ। বিগত ১৫বছরে এমন দৃশ্য দেখা যায় নি। শরৎ বোস রোড জাদুবাজার পদ্মপুকুর এক কোমর জল। কয়েকঘণ্টার ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ব্যাহত মেট্রো পরিষেবাও।

মঙ্গলবার সকালে মেট্রোর তরফে জানানো হয়েছে, 'রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে, মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, 'জল সরানোর কাজ চলছে।

কলকাতার বহু জায়গা এই প্রাকৃতিক দুর্যোগের শিকার।একাধিক প্যান্ডেল একপ্রকার জলে ডুবে। বিপুল ক্ষতির মুখে উদ্যোক্তারা। চলতি সপ্তাহেই ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সাগরে। এই অবস্থায় আবহাওয়া আরও কতটা খারাপ হয়, সেদিকেই নজর সকলের।