Skip to content

দুপুর থেকেই গোটা কলকাতায় দেখা গেল তুমুল বৃষ্টির ছবি!

কৌস্তভ মজুমদার : আগামী ৪ থেকে ৫ দিন তুমুল বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গেই। এদিন দুপুর থেকেই গোটা কলকাতায় দেখা গেল তুমুল বৃষ্টির ছবি। টানা ২ ঘণ্টার বেশি বৃষ্টিতে ভেসে গেল যাদবপুর থেকে সল্টলেক। দুপুর ২টো থেকে বৃষ্টি শুরু হলেও চারটে নাগাদ বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে। তবে পরবর্তীতে ফের বাড়ে বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত শহরের নান প্রান্তে চলতে থাকে বৃষ্টি। বাড়ি ফেরার পথে তুমুল চাপে পড়েন অফিসযাত্রীরা। তুমুল বৃষ্টি হয়েছে তপসিয়া, বালিগঞ্জ, চেতলা, যোধপুর পার্ক, কালীঘাট, জিঞ্জিরা বাজার ও চিংড়িহাটায়।

ই এম বাইপাসেরও একাধিক জায়গায় জল জমায় দেখা যায় যানজট

ই এম বাইপাসেরও একাধিক জায়গায় জল জমায় দেখা যায় যানজট।বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এদিকে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকাতে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয় মানুষ নর্দমা থেকে প্লাস্টিক সরাতে ব্যস্ত। মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

Latest