Skip to content

খড়গপুরের রেশমি কোম্পানিতে শ্রমিক মৃত্যুর কেন্দ্র করে কোম্পানির গেটের বাইরে বিক্ষোভ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খড়গপুরের রেশমি কোম্পানিতে কর্মরত অবস্থায় দুজন শ্রমিক সুমিত ও রাহুল দুর্ঘটনায় মারা যায়। শ্রমিক মৃত্যুর কেন্দ্র করে রেশমি গ্রুপ অফ কোম্পানির গেটের বাইরে বিক্ষোভ একদিকে তৃণমূল অন্যদিকে জাতীয় সড়কের উপরেই বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । প্রসঙ্গত, গত বুধবার খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর এলাকায় খড়গপুর রেশমি মেটালিক্স-এর অধীনে থাকা উড়িষ্যা রেশমি ৪ নাম্বার ইউনিটে কর্মরত অবস্থায় উপর টি থেকে পড়ে মৃত্যু হয় রাহুল কুমার (৩৭) নামে এক ঠিকা শ্রমিকের। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে কারখানা শ্রমিকরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কারখানার ভিতরে তুমুল বিক্ষোভ দেখায় এর পাশাপাশি কারখানার বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর সহ অফিস ভাঙচুর করে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সেই দুজনের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।অবিলম্বে মৃতদেহগুলি পরিবারকে হস্তান্তর করতে হবে।এছাড়া,মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে,শ্রমিক আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিক যাতে সুস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে পারে।স্থানীয় মানুষদের সেই কোম্পানিতে কাজে নেওয়ার দাবিতে এবং কোম্পানির জন্য যে গোটা খড়গপুর দূষিত হচ্ছে যার ফলে সাধারণ মানুষের দৈনিক জীবনযাপনে অত্যান্ত অসুবিধা হচ্ছে।আর,এই সমস্ত কর্মকান্ডের সঙ্গে শাসকদল সরাসরি জড়িত।অবৈধ পার্কিং বন্ধ করতে হবে।কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহণ নীতি অনুযায়ী জমিদাতাদের পরিবারকে সরকারি চাকরি দিতে হবে।খড়গপুর চৌরঙ্গী- ঝাড়গ্রাম ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন ও বিজেপি প্রার্থী অপ্রিমিত্রা পাল সহ বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কর্তৃপক্ষ ও প্রশাসনকে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। না হলে এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তারা।

Latest