পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজার মেদিনীপুর শহরের গাইডম্যাপ উদ্বোধন করা হলো জেলা পুলিশ সুপার দপ্তর প্রাঙ্গনে। মূলত মেদিনীপুর শহরের দূর্গা পুজো মন্ডপগুলি যাতে মানুষ খুব সহজ সরল ভাবে দর্শন করতে পারেন সেই কারণেই জেলা পুলিশের এই গাইডম্যাপ প্রকাশ করা বলে জানালেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও পূজোর বেশকিছু দিন আগেই চালু হয়েছে অ্যান্টি ক্রাইম মোবাইল। পাশাপাশি মহিলা নিরাপত্তা নিয়েও ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমাতেই প্রকাশিত হবে এই পূজো গাইডম্যাপ। এছাড়াও পূজোর সময় যদি কোন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে মেদিনীপুর খড়্গপুর ও ঘাটাল মহকুমাতে পূজোর দিন গুলোতে থাকছে গ্রীন করিডর বা গ্রীন চ্যানেল। এই গ্রীন চ্যানেলের মাধ্যমে তাঁদের বের করে আনা হবে। তার জন্য জেলা পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে কন্ট্রোল রুম সহ বেশকিছু নং। এছাড়াও ১১২ নং এ ফোন করে নির্দিষ্ট তথ্য জানালে সেই অসুস্থ মানুষকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করবে পুলিশ। এদিন সব শেষে মেদিনীপুর জেলাবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে এবং আইনশৃঙ্খলা বজায় রেখে পুজো উপভোগ করার আবেদন জানান জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।