Skip to content

দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিখ ধর্মের মানুষরা!

1 min read

দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালিতে কর্তব্যরত শিখ সম্প্রদায়ভুক্ত আইপিএস অফিসারকে ‘খলিস্থানি’ মন্তব্য!খলিস্তানি মন্তব্যের জেরে অস্বতিত্তে পড়তে গিয়েছে বিজেপিকে। অস্বস্তি আরও বাড়িতে তুললেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। এই ঘটনার তদন্তের দাবি করলেন তিনি। শিখ সম্প্রদায়ের এক পুলিশ আধিকারিককে এমন মন্তব্য করা অনুচিৎ বলে দাবি তাঁর। যে এইরকম মন্তব্য করেছেন, তিনি ‘মূর্খ’ বলে দাবি করলেন তিনি। ধর্মে আঘাত করছে বিজেপি এই অভিযোগ তুলে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শিখ ধর্মের মানুষরা। হর এই আন্দোলনকে সমর্থন করলেন তৃণমূল নেতৃত্ব। ১০ মিনিট ধরে চলে অবরোধ।দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, এই অভিযোগ তুলে জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে এবং শুভেন্দু অধিকারীর ছবি জ্বালিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন।সেন্ট্রাল কমিটির সভাপতি তেজেন্দর সিং অভিযোগ তোলেন, “সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। তখনই কর্তব্যরত শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংকে খালিস্থানি বলে বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ। এই ঘটনার সাথে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী যুক্ত বলেও অভিযোগ তোলেন। শিখ ধর্মের মানুষ হয়েও চুপ করে আছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেও অভিযোগ তোলেন।

Latest