Skip to content

মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলের!

কলকাতা ডার্বি ৩-২ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল।

নিজস্ব সংবাদদাতা: মরসুমের প্রথম CFL ডার্বি জিতল ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। প্রথমে ২-০ এগিয়ে থেকেও স্কোর লাইন ২-২ করে ফেলেছিল মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল সহজ সহজ সুযোগ নষ্ট না করলে অনেক বেশি ব্যবধানে ম্যাচ জিততে পারত। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জেসিন টিকে,সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড লালানসাঙ্গা। মোহনবাগানের হয়ে দু’টি গোল করেন লিয়ন কাস্টানহা এবং কিয়ান নাসিরি।

Latest

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে  স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচারের অভিযোগে পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্!