কলকাতা ডার্বি ৩-২ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল।
নিজস্ব সংবাদদাতা: মরসুমের প্রথম CFL ডার্বি জিতল ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। প্রথমে ২-০ এগিয়ে থেকেও স্কোর লাইন ২-২ করে ফেলেছিল মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল সহজ সহজ সুযোগ নষ্ট না করলে অনেক বেশি ব্যবধানে ম্যাচ জিততে পারত। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জেসিন টিকে,সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড লালানসাঙ্গা। মোহনবাগানের হয়ে দু’টি গোল করেন লিয়ন কাস্টানহা এবং কিয়ান নাসিরি।
