Skip to content

HMPV ভাইরাসের তাণ্ডব চিনে, বেঙ্গালুরুর আট মাসে এক শিশু আক্রান্ত!

1 min read

নিজস্ব সংবাদাতা: চিনে দাপিয়ে বেড়িয়ে অবশেষে ভারতেও দাপট দেখাতে শুরু করল এই ভাইরাস। জানা গিয়েছে HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ মাসের এক শিশু। একই সঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন মাসের আরও এক শিশু। পরীক্ষায় দুই শিশুর দেহে HMPV ভাইরাসে সংক্রমণের প্রমাণ মিলেছে। দুজনই বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি। পিআইবি এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, দুই শিশুর দেহে মিলেছে HMPV ভাইরাসে উপস্থিতি। দুই শিশুর মধ্যে তিন মাসের শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ককর্নাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষায় চিনের এই নয়া ভাইরাসের হদিস মিলেছে। রাজ্য সরকারও আলাদাভাবে শিশুটির নমুনা পরীক্ষা করবে বলে জানা গিয়েছে।২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে নয়া ভাইরাস, এইচএমপিভি নিয়ে। হিউম্যান মেটানিউমোভাইরাস অনেকটা করোনার মতোই। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।

Latest