Skip to content

বেআইনি হস্তক্ষেপ-এর অভিযোগ ED-র, FIR-এর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা :  নির্বাচনের নিঘন্ট এখনও প্রকাশ হয়নি। তার আগে বঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক পারদ চড়ছে। হাইভোল্টেজ বৃহস্পতিবার।সকাল থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেক অফিসে ED তল্লাশি ঘিরে হুলস্থূল রাজ্য রাজনীতিতে। এই তল্লাশির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, ‘ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। আমাদের কাগজ, তথ্য সব লুট করেছে। আমি মনে করি এটা অপরাধ।পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তল্লাশিতে বাধা দেওয়া ও নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি অভিযানের সময় অবৈধ হস্তক্ষেপের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি।এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআরের-এর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ওদের ফরেন্সিক টিম তথ্য ট্রান্সফার করে নিয়েছে। এটা অপরাধ। ফরেন্সিক টিমের বিরুদ্ধে এফআইআর হবে। সূত্রের খবর, শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে পুলিশের FIR। অজ্ঞাতপরিচয় ইডি, CRPF আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের FIR। অনুপ্রবেশ, কর্তব্যরত পুলিশের কাজে বাধার অভিযোগে পুলিশের FIR। ইডি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কলকাতা পুলিশের FIR। জোর করে আটকে রাখা, অনুপ্রবেশের অভিযোগে আরেকটি FIR। শেক্সপিয়র সরণি থানায় আরেকটি FIR প্রতীক জৈনের পরিবারের।

Latest