পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহর লাগোয়া ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের বৈশাখী পল্লীতে বনদপ্তরের জায়গাকে দখল করে বড় বড় পাকা ঘরবাড়ি নির্মাণ করা হয়েছিল । এলাকার মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছিল। অবশেষে রবিবার সকাল থেকে জেসিবি দিয়ে বনদপ্তরের জায়গা দখল করে বসবাস কারী দেরকে উচ্ছেদ প্রতিক্রিয়া শুরু করেন ফরেস্টের আধিকারিকরা।পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের পাহারা রেখে সেই সব বড় বড় বাড়ি ভেঙে দেওয়া হয়, এই কাজে এলাকার মানুষেরা সহযোগিতা করেন। এলাকাবাসীদের বক্তব্য রাতের অন্ধকারে বেশ কিছু প্রোমোটারা এই জায়গা গুলিকে অবৈধ ভাবে বিক্রি করছে বাইরের লোকজনকে। তাই তারা রাতারাতি সেই জায়গাকে ঘিরে পাকা পোক্ত করে বড় বড় বাড়ি বানিয়ে নিচ্ছে। সরকারি জায়গাকে ও দখল করে নিয়েছে । একান্তই দরকার শুধু ২৪ আর ২৫ নম্বর ওয়ার্ড নয় সমস্ত সরকারি জায়গা দখল করে নেবা হচ্ছে। এইসব জায়গাকে উচ্ছেদ করে দেওয়া দরকার।