নিজস্ব সংবাদদাতা : বিহারের পটনার নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুক্রবার রাতে মৃত্যু হয়েছে এক যুবকের। জানা যায়, ওই যুবককে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে। অস্ত্রোপচারের পরে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে মৃত্যু হয় ওই রোগীর। শনিবার সকালে সেই মৃতদেহ আনতে আসতে চক্ষু চড়কগাছ। ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিজনেরা। যদিও মৃত্যু নিয়ে কোনও অভিযোগ নেই। রোগীর মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্যের গাফিলতি অভিযোগ তুলেন। সিসি ক্যামেরার ভূমিকা নিয়েও তুলেন প্রশ্ন। জানা যায়, রাতে মৃত্যু হলেও দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। দেহ রাখা ছিল আইসিইউ শয্যাতেই। যুবকের পরিজনেরা শনিবার সকালে দেহ নিতে এলে দেখা যায় তাঁর বাঁ চোখ নেই। মৃত্যুর পর এক দিনের মধ্যে চোখ কী ভাবে উধাও হয়ে গেল? হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। এই বিষয়ে হাসপাতালের চিকিৎসক এবং কর্মচারীদের দাবি, ইঁদুর মৃতদেহ থেকে একটি চোখ খুবলে নিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ অনেকে ও রোগীর পরিজনেরা। যুবকের পরিজনের দাবি, মৃত্যুর পর রোগীর চোখ কেটে বার করে নেওয়া হয়েছে। এক আত্মীয় দাবি করেছেন, ওই রোগীর শয্যার পাশেই তিনি অস্ত্রোপচারের ব্লেড পড়ে থাকতে দেখেছেন। নালন্দা হাসপাতালের সুপার বিনোদ কুমার জানিয়েছেন,‘‘হয় কেউ ওই রোগীর চোখ কেউ কেটে বার করে নিয়েছে, অথবা ইঁদুর চোখ খুবলে নিয়েছে। উভয় ক্ষেত্রেই এটা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ করা হবে।’ মৃতের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখা হচ্ছে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজও।