Skip to content

ভোট পরবর্তী পর্যায়ে রাজনৈতিক হিংসার মিথ্যে অভিযোগ মেদিনীপুর শহরে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের বার্জ টাউন এলাকার গুরুত্বপূর্ণ তথা ব্যস্তপূর্ণ রাস্তায় যেখানে নিত্যপ্রয়োজনীয় মানুষের যাতায়াত হয়। বিনা কারণে সেই রাস্তা অবরোধ করার জন্য ও রাজনৈতিক হিংসার মিথ্যে অভিযোগ আনার জন্য গ্রেফতার হলেন মেদিনীপুর শহরে শুভজিৎ রায় (বান্টি)জেলা বিজেপি সাধারণ সম্পাদক। ঘটনার সূত্রপাত উল্লেখ্য, দলীয় প্রার্থী জুন মালিয়া জেতার আনন্দে গতকাল ৬ নম্বর ওয়ার্ড এলাকায় যার বেশিরভাগই মহিলা সদস্য নিয়ে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল করে। বিজেপি নেতা শুভজিৎ রায়ের অভিযোগ, গতকাল মেদিনীপুর শহরের ৬ নং ওয়ার্ডের বার্জটাউন এলাকায় বিজয় মিছিল করছিলো তৃণমূল। সেই মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কার্যকর্তা শুভজিৎ রায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন, যে তার বৃদ্ধ অসুস্থ মা বাড়িতে রয়েছে সেই অবস্থায় তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীরা বিজয় মিছিলের নামে বোম ফেলেছে তার বাড়িতে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার এলাকার মানুষদের নিয়ে রাস্তা অবরোধ করেন ৬ নং ওয়ার্ডের বার্জটাউন এলাকায়। কিন্তু উপস্থিত স্থানীয় মহিলারা বলেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে ও শান্তিপূর্ণ ভাবে বিজয় মিছিল হয়েছে এইরকম কিছুই ঘটনা ঘটেনি। তারই প্রতিবাদে পথ অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় এবং বিজেপির জেলা মহিলা মোর্চার সহ সভাপতি গীতিকা দাস।বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় ও বিজেপি সহ সভাপতি গীতিকা দাসকে মেদিনীপুর আদালতে তোলা হলে মহামান্য বিচারপতি জামিন দেন।

Latest