Skip to content

আরজি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা ধর্নায় বসবেন নির্যাতিতার বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যরা!

নিজস্ব সংবাদাতা: আরজি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও বিচার মেলেনি ৷ বিচার চেয়ে পুজোর চারদিন ষষ্ঠ, সপ্তমী, অষ্টমী ও দশমীতে ধর্নায় বসবেন নির্যাতিতার বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যরা ৷ এই জন্য বাড়ির সামনেই মঞ্চ বাঁধার কাজ চলছে ৷মেয়ে থাকলে বাড়িতেই পুজো হত ৷ এবছর তা হবে না ৷ সব মিলিয়ে পুজোর চারদিন ধর্না মঞ্চে থাকবেন আরজি করের নির্যাতিতার বাবা, মা, আত্মীয়রা ৷ রবিবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মা ৷ এদিনই ধর্মতলায় প্রতীকী আমরণ অনশনে বসেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সোমবার থেকে আমরণ অনশন শুরু করবেন তাঁরা ৷ একাধিক দাবি নিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে রাজ‍্য সরকারের অসহযোগিতার কথা বললেন নির্যাতিতার বাবা-মা ৷ নির্যাতিতার বাবা বলেন, “পুজোয় আমরা বাড়িতে আনন্দে থাকতাম। বাড়িতে পুজো হত। লোকের আগমনে গমগম করত। তাই এবার উঠোনে থাকব। ধরনা মঞ্চ আমরাই তৈরি করছি। ষষ্ঠী থেকে দশমী আমরা পরিবারের সদস্যরা ধরনায় বসব। আমরা কাউকে আসতে বলিনি। কিন্তু, যদি কেউ আসতে চান, আসতে পারেন। তবে মঞ্চে নয়, নিচে জায়গা থাকবে সেখানে বসবেন। কারণ, আমরা কোন রাজনীতির রং লাগাতে চাই না।

Latest