Skip to content

জঙ্গলমহলের রাস্তায় হঠাৎ টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক!

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি জঙ্গলমহলের রাস্তায় ঘুরতে দেখা যায় টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক। শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার। সম্প্রতি শোভন ও সোহিনীকে দেখা গিয়েছে ঝাড়গ্রামের শিমুলপাল, বেলপাহাড়ি ও হাতিমারা অঞ্চলে, যেখানে তাঁরা ঘুরে ঘুরে আদিবাসী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের বাদ্যযন্ত্র, নাচ এবং গান সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করেছেন। লোক সংস্কৃতির নিবিড় ছোঁয়া পেতে তাঁরা অংশ নিয়েছেন হাতিমারার মেলায়। যেখানে ক্যামেরাবন্দি হয়েছে ধামসা, মাদল, সারপা ও ভুয়াং নাচের অনন্য সব মুহূর্ত।

তথ্যচিত্র তৈরি করতে যে গবেষণা প্রয়োজন সেই কারণেই জঙ্গলমহলে গেছেন বলে খবর। আদিবাসীদের নাচ-গান ক্য়ামেরাবন্দি করেন। এরই পাশাপাশি রাস্তায় বসে বইয়ের পাতা ওল্টাতেও দেখা যায় তাঁকে। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ এই প্রসঙ্গে বলেন, “তাঁরা শিমুলপাল-সহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে বাদ্যযন্ত্রগুলির ব্যবহার, নৃত্যরীতি ও গান সম্পর্কে জানতে চেয়েছেন।

Latest