Skip to content

নতুন উদ্যোগ ‘মহিলা পুরোহিত’!

1 min read

নিজস্ব সংবাদদাতা : সরস্বতী পুজোতে পুরোহিতদের ব্যস্ততা বরাবরই দেখতে অভ্যস্ত।গতকালের পুজোয় শিক্ষিকা এবং ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। তাই এবার একটু অন্যরকম কিছু করতে করতে উদ্যোগী হলেন কলকাতার গরফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল স্কুলের কর্তৃপক্ষ।শিক্ষিকাদের মতে , ‘মহিলা পুরোহিত’ এই ধারণা এখন আর অতটা নতুন নয়। পুজো থেকে বিয়ের অনুষ্ঠান, পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে অংশগ্রহণ করছেন মহিলারাও। তবে তাঁদেরই স্কুলের শিক্ষিকা পুজো করছেন জানলে সেখানকার পাঠরত পড়ুয়ারা আরও একাত্ম বোধ করবে পুজোয়। সেই ভাবনা থেকেই হল বাকি সবটা…। শিক্ষিকাদের বক্তব্য, তাঁরা মেয়েদের এই শিক্ষাই দিতে চেয়েছেন, নিজের সংস্কৃতিকে ধরে রাখা অবশ্যই উচিত। কিন্তু যে সংস্কার পিছনে টানে তাকে ফেলে এগিয়ে চলতে হবে। তাই অর্পিতা বৈদ্যর সুচারু পুজোর মাধ্যমে ছাত্রীদের হাত ধরে বিদ্যালয় পা বাড়াল এক নতুন আঙিনায়।

Latest