Skip to content

রবিবার শিয়ালদা স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে AC লোকাল যাত্রা শুরু করল!

নিজস্ব সংবাদদাতা : রবিবার শিয়ালদা স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন ৷ এই পরিষেবা চালু হওয়ায় পশ্চিমবঙ্গে এবং পূর্ব ভারতে এটিই প্রথম এসি লোকাল ট্রেন হিসেবে ইতিহাস সৃষ্টি করল।এই ট্রেনটি যাত্রীদের জন্য আরামদায়ক এবং আধুনিক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা বিশেষত গ্রীষ্মের প্রখর তাপ এবং বর্ষার আর্দ্রতায় নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।রবিবার সকালে শিয়ালদহ স্টেশন থেকে এই এসি লোকাল ট্রেনটি তার প্রথম যাত্রা শুরু করে। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি আজ শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে এবং প্রাথমিকভাবে কৃষ্ণনগর পর্যন্ত পরিষেবা প্রদান করবে।ট্রেনটি ১২টি কামরা নিয়ে গঠিত এবং এতে আধুনিক সুযোগ-সুবিধা যেমন স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, সিসিটিভি ক্যামেরা, জিপিএস-ভিত্তিক তথ্য বোর্ড এবং যাত্রী-চালক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই ট্রেনের আসনগুলি উন্নত মানের এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, যা যাত্রীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ২৯ টাকা, যা প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রযোজ্য। তুলনায়, সাধারণ লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া মাত্র ৫ টাকা। মাসিক পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।

Latest