নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ ও পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী। রাত রাত ১ টা ৪০ মিনিট থেকে ২ টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের অভিযানে গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গিঘাঁটি। অন্তত ৯ টি জঙ্গিঘাঁটি পুরো সাফ হয়ে গিয়েছে। তার মধ্যে রয়েছে বহওয়ালপুরে জইশ ই মহম্মদের সদর দপ্তর ও মুরিদকোটে লস্কর ই তৈবার সদর দপ্তর। অপারেশন সিন্দুর নাম দিয়ে এই অপারেশন সফল বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। পাকিস্তানও এই হামলার কথা স্বীকার করে নিয়েছে। সূত্রের খবর অন্তত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে এই হামলায়। উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর 'বদলা' নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। গভীর রাতে পাকিস্তানের এই আস্তানাগুলিতে হামলা চালিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতীয় সেনা যে পদক্ষেপ করেছে, তাতে পাকিস্তানি সেনা বা অসামরিক কোনও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি।
Operation Singoor : পাকিস্তানে বিমান হামলার প্রথম দৃশ্যমান প্রমাণ!
