নিজস্ব সংবাদাতা :মানুষের জীবন কখনও কখনও গল্পকেও হারমানায়। প্রত্যন্ত গ্রামবাংলা থেকে কারও লড়াই সবার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তেমনই এক লড়াইয়ের গল্প সামনে এল মালদহের প্রত্যন্ত গ্রাম থেকে। সর্বভারতীয় জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স পরীক্ষায় নজরকাড়া ফল করে চমক দিল মালদহের প্রত্যন্ত গ্রামের মাছ বিক্রেতার ছেলে দিব্যেন্দু চৌধুরী। বাড়ির আর্থিক অবস্থা শোচনীয় থাকা সত্ত্বেও বাবা-মায়ের অক্লান্ত প্রচেষ্টায় কলকাতায় পড়াশোনার পর খড়গপুর আইআইটি তে পড়াশোনার সুযোগ হল মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে দিব্যেন্দু চৌধুরীর। আগামীতে আর্থ সায়েন্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে তার।কীভাবে এই প্রবল প্রতিকূলতার মধ্যে এই তাক লাগানো সাফল্য? পরিবারের আর্থিক সামর্থ নেই। কিন্তু স্বপ্ন ছিল আইআইটিতে পড়ার।