Skip to content

মান্ধাতা আমলের ফুটবল পরিকাঠামো, কলকাতা লিগের করুণ ছবি- ছাতা দিয়ে খেলোয়াড়ের পায়ে ব্যান্ডেজ বাঁধা হল!

রেলওয়ের আহত ফুটবলার। 

নিজস্ব প্রতিবেদক,কলকাতা: সোমবার রেলওয়েকে ২-০ গোলে হারাল মোহনবাগান। কিন্তু তারই সাথে সাথে কলকাতা লিগে দেখা গেল এমন করুণ ছবি। যুগ পাল্টালেও বাংলার ফুটবল পরিকাঠামো সেই মান্ধাতা আমলে পড়ে রয়েছে। যা আজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আজকের করুন ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় পড়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-এর উপর। ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের আজ ছিল মোহনবাগান ও রেলওয়ে এফসির ম্যাচ। একটানা বৃষ্টির জন্য মাঠ পিচ্ছিল হয়ে গিয়েছিল। বৃষ্টিভেজা, কর্দমাক্ত মাঠে বল নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল দুই দলেরই। বৃষ্টি ভেজা মাঠে খেলতে গিয়ে মোহনবাগানের মার্শাল কিস্কুর সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পান রেলের তারক হেমব্রম। চিকিৎসা করার জন্য এগিয়ে আসেন আইএফএ-র মেডিকেল টিমের সদস্যরা। এর পরই ঘটে সকলকে চমকে দেওয়ার মতো ঘটনা। পায়ে বাঁধার জন্য শক্ত কিছু না পেয়ে দু’টি ছাতাকে দু’পাশে জুড়ে দিয়ে ব্যান্ডেজ বাঁধেন উপস্থিত মেডিকেল টিম। সেই ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যা দেখে সমর্থকেরা ক্ষোভ উগরে দেন। করা ভাষায় বিঁধতে থাকে আইএফএ-কে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, "ওই সময় পায়ে সাপোর্ট দেওয়ার মতো কিছু দ্রুত দরকার ছিল। কিন্তু পাওয়া যায়নি। তাই হাতের কাছে ছাতা পেতে তা দিয়েই ব্যান্ডেজ বাঁধা হয়েছে। যাতে ওই ফুটবলার খানিকটা রিলিফ পায়। যে টিমের খেলাই হোক না কেন, টিমের সঙ্গে চিকিৎসক, ফিজিও থাকাটা বাধ্যতামূলক। রেলের সঙ্গে মেডিকেল টিম ছিল কিনা, খোঁজ নেব। তবে রেলের ওই ফুটবলার চোট পেতেই মোহনবাগানের চিকিৎসকরা এগিয়ে আসেন।" কিন্তু প্রশ্ন থেকে যায় কেন ফুটবলের মতো বডি কন্টাক্ট গেমে এমন চোটের চিকিৎসার জন্য শক্তপোক্ত কিছু থাকবেনা? যা যথারীতি কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-কে।

Latest