নিজস্ব সংবাদদাতা : রাজ্যসভা সাংসদ তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা শিবু সোরেন ৪ঠা আগস্ট সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি গত এক মাস ধরে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শিবু সোরেনের পুত্র ও বর্তমান ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর বাবার মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। তিনি লেখেন, “আমি আজ সব কিছু হারালাম।” প্রায় চার দশক জুড়ে শিবু সোরেনের রাজনৈতিক জীবন নানা চড়াই-উতরাইয়ে ভরা। তিনি আট বার লোকসভায় নির্বাচিত হন। দু’বার রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। ঝাড়খণ্ডের আদিবাসী রাজনীতির প্রাণপুরুষ হিসেবে পরিচিত শিবু সোরেনের মৃত্যুতে রাজ্য তথা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।