Skip to content

শুরু হল লোকসভা নির্বাচনের চতুর্থ দফা!

নিজস্ব সংবাদদাতা :  সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। তা ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হবে আজ। বেলা ১১টা পর্যন্ত আট কেন্দ্র মিলিয়ে ভোট পড়ল 32.78 শতাংশ ৷ এর মধ্যে আসানসোলে - 29.99 %, বহরমপুর - 35.53 %, বর্ধমান পূর্ব - 33.82 %, বীরভূম - 30.45 %, বোলপুর - 35.22 %, বর্ধমান-দুর্গাপুর - 31.41 %, কৃষ্ণনগর - 32.59 %, রানাঘাট - 33.23 % ৷

এদিকে হায়দরবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন চলচ্চিত্র অভিনেতা অল্লু অর্জুন।  জুবিলি হিলসেরই আরও একটি বুথে ভোট দিলেন চিরঞ্জীবি। স্ত্রীকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জুনিয়র এনটি রামা রাও-ও। অন্ধ্রপ্রদেশের কাডাপা লোকসভা কেন্দ্রের একটি বুথে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। কাডাপা আসনে এ বার জগন প্রার্থী করেছেন বিদায়ী সাংসদ তথা খুড়তুতো ভাই অবিনাশ রেড্ডিকে। আর এই অবিনাশের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হিসাবে লড়ছেন জগনের নিজের বোন ওয়াইএস শর্মিলা। গুন্টুরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু। পাঁচ বছর আগে লোকসভা এবং বিধানসভা ভোটে জগনের দলের কাছে শোচনীয় ভাবে পরাস্ত হয়েছিল চন্দ্রবাবুর দল। চন্দ্রবাবুকে খোয়াতে হয়েছিল মুখ্যমন্ত্রিত্বের গদিও। এ বার জগনকে রুখতে বিজেপি এবং অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের জনসেনা পার্টির সঙ্গে জোট বেঁধেছে টিডিপি।

এদিকে আসানসোল লোকসভার কুলটি বিধানসভা অন্তর্গত চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । ভোট দেওয়ার পর মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, আসানসোল লোকসভায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে । কেতুগ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিপিএমের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "পঞ্চায়েত ভোটে তৃণমূলই কোনও দলকে মনোনয়ন করতে দেয়নি । তাই বামেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ 

চতুর্থ দফার নির্বাচনে রয়েছে বাংলার আটটি আসন, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম ৷ রানাঘাট, বর্ধমানে নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূল চাইছে ফের ভোটব্যাংক বাড়াতে ৷ ফলে বঙ্গ রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লোকসভা কেন্দ্রগুলি ৷

Latest